১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে উদ্যোক্তা ক্লাবের যাত্রা শুরু

আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতীতে ” নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ” উদ্যোক্তা ক্লাব উদ্বোধন করা হয়েছে। উপজেলার তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজে পৃথক দুটি ক্লাবের উদ্বোধন করা হয় । ১৩ সেপ্টেম্বর,মঙ্গলবার তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহমুদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার ইবনে সাইমুম রানা। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা এম্বাসেডর মুকুল, আসমা আলম, ক্যাম্পাস এম্বাসেডর আবিরুল হাসান সোহেল,সদস্য রুবেল,তাসলিমা প্রমুখ। নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাগরিকা ইকবালের উদ্যোগে অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ক্যাম্পাস এম্বাসেডর মনির। আলোচনা শেষে তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনস্টিটিউট ক্লাবের প্রধান করা হয় (ক্যাম্পাস এম্বাসেডর) প্রথম বর্ষের ছাত্র মনিরুজ্জামান মতিনকে।অন্যান্য সদস্যরা হলো পঞ্চম পর্বের শাকিল,আব্দুর রহমান, প্রথম পর্বের অন্তরা, শম্পা,সহিদুল তৃতীয় পর্বের আবির, নাজমুল। তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ ক্লাবের প্রধান( ক্যাম্পাস এম্বাসেডর) করা হয় দশম শ্রেনীর ছাত্রী মরিয়ম কে। সদস্য করা হয় দশম শ্রেনীর শোভন আর্য্য, নবম শ্রেনী খালিদ বিন ওয়ালিদ,তাহির আবসারকে।
কমিটি ঘোষনার পর প্রতিষ্ঠান দুটির প্রতিষ্ঠাতা, অনুষ্ঠানের প্রধান অতিথি তোফাজ্জল হোসেন তুহিন কেক কেটে ক্লাব দুটির শুভ উদ্বোধন করেন। পরিশেষে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে মিষ্টি ও নাস্তা পরিবেশন করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network