আপডেট: অক্টোবর ১০, ২০২৫
নেক্সটনিউজ প্রতিবেদক , টাঙ্গাইল: টাঙ্গাইলের মতো বড় একটি মেডিকেল কলেজ হাসপাতালে নেই সাপের এন্টিভেনম! ফলে এন্টিভেনম সংকটে প্রাণ হারালেন রবিউল নামের এক তরুণ।
জানা যায়, বুধবার সকালে ঘাটাইল উপজেলার আনেহলা ইউনিয়নের গকুল নগর গ্রামের এক ব্যক্তি সাপের কামড়ে আহত হন। দ্রুত তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ জানায়, সেখানে সাপের কামড়ের প্রতিষেধক এন্টিভেনম নেই। পরে রোগীকে ঢাকায় রেফার করা হয়। কিন্তু যানজটে আটকে পড়ে অবস্থার অবনতি হয়। শেষ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে ভর্তি করার পরও বাঁচানো যায়নি তাকে। রাত ১২টার দিকে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয়দের প্রশ্ন— টাঙ্গাইলের মতো একটি জেলা শহরের মেডিকেল কলেজ হাসপাতালে যদি এন্টিভেনম না থাকে, তবে সাধারণ মানুষ কোথায় যাবে?
অবিলম্বে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল।
মৃত রবিউলের জানাযা নামাজ ০৯ অক্টোবর সকাল ১১:০০ ঘটিকায় তাঁর নিজ গ্রাম গকুল নগরে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।