২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ পেয়েছেন ১০ বিশিষ্ট ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতা দিবস উদযাপন কালিহাতীর সাংবাদিক হারুন গুরুতর অসুস্থ টাঙ্গাইলে গভীর রাতে পুলিশের হানা।। ১০ জুযাড়ী গ্রেফতার পানি বিপর্যয়ের আশংকা ।। ২০৩০ সালে হারিয়ে যাবে শতভাগ নিম্নাঞ্চল নেক্সটনিউজে সংবাদ প্রকাশ, মন্দির মেরামতের আশ্বাস।।  কালিহাতীর ইউএনওকে সাধুবাদ ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন।। বাবুল আহম্মেদের মনোনয়ন দাখিল কালিহাতীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় কালিমন্দির চুরমার।।ক্ষুব্ধ হিন্দুসম্প্রদায়

কালিহাতীতে পূজা মন্ডব কমিটির সাথে পুলিশের মতিবিনিময় সভা

আপডেট: অক্টোবর ৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন,টাঙ্গাইল : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে টাঙ্গাইলের কালিহাতীতে ১৮২ টি পূজা মন্ডপ কমিটির সভাপতি-সম্পাদকদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে কালিহাতী থানা পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় কালিহাতী থানার আয়োজনে থানা প্রাঙ্গনে ওসি মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: শরিফুল হক।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ মালেক ভূঁইয়া,কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ সাহা, সাধারণ সম্পাদক পরিতোষ সেন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলার সকল পূজা মন্ডপ কমিটির প্রায় কয়েক শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মো: শরিফুল হক বলেন,বাঙালির হাজার বছরের সংস্কৃতির নির্যাস হলো- ধর্মনিরপেক্ষতা বা ধর্মীয় সম্প্রীতি। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা,পবিত্র সংবিধান -সর্বত্রই ধর্মীয় সহিষ্ণুতার কথা বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীও একটি কথা বারবার বলেন- ধর্ম যার যার,উৎসব সবার।
অতএব, সকলে মিলে ধর্ম-বর্ণ,দল-মত নির্বিশেষে আমরা সুষ্ঠু ভাবে আসন্ন দূর্গা পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করব।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network