২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

করোনা : টাঙ্গাইলে শনাক্তের হার ৪০.৫৪,মৃত্যু ১১ জন

আপডেট: জুলাই ৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল :  ৪ জুুুলাই রবিবার টাঙ্গাইলে করোনায় আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ৪জন ও উপসর্গ নিয়ে ৭জন মারা গেছে। এদিকে নতুন করে জেলায় ৪৮১ টি নমুনা পরীক্ষার রির্পোটে ১৯৫ জনের করোনা সনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৪০ দশমিক ৫৪ ভাগ।

এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮হাজার ৪০৪ জন। আক্রান্তদের মধ্যে মোট সুস্থ্য হয়েছে ৪ হাজার ৯৭২ জন। সর্বমোট মৃত্যুবরণ করেছেন ১২৫ জন। জেলার হাসপাতাল গুলোতে চিকিৎসাধীন রয়েছে ৭৪ জন। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মোঃ শাহাবুদ্দিন এ তথ্য জানিয়েছেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ববধায়ক ডা. সাজেদুর রহমান জানান, টাঙ্গাইলে করোনা রোগীর সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে সর্বমোট ১১৫ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে ৪০ জন করোনায় আক্রান্ত। বাকি ৭৫ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network