২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

ঘাটাইলে বর্ষার নতুন পানিতে মাছ ধরায় ব্যস্ত শিশুরা

আপডেট: জুন ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম,টাঙ্গাইলঃ আসতে শুরু করেছে বর্ষার নতুন পানি। বিল-খালের সাথে সংযোগ রয়েছে এমন সব ডোবা-নালাতে বর্ষার নতুন পানি প্রবেশ করেছে। নতুন পানির সাথে ঝাঁক বেঁধে ছোট মাছও এসেছে । এসব ডোবা-নালাতে জাল দিয়ে মাছ ধরতে ব্যস্ত স্থানীয় শিশুরা

রোববার( ২০জুন) বিকেলে টাঙ্গাইলে ঘাটাইল উপজেলা দেওপাড়া ইউনিয়ন পাহাড়ী অঞ্চল চৈতারবাইদ গ্রামের পাশের এক ছোট্ট ডোবাতে করেক জন শিশুকে জাল দিয় পাহাড়ী ঢলের পানিও বিল বিল-ঝিলের থেকে আসা পানিতে মাছ ধরতে দেখা যায়।

জানা যায়, চৈতরবাইদ পাশের গ্রাম তালতলার পৃর্ব পাশে ধন্দাবিলের পানি এসে জমা হয়েছে। বর্ষার নতুন পানির সাথে ছোট মাছ এসেও জমা হয়েছে ছোট্ট নালাতে। বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত জাল দিয়ে পুঁটি ও টেংরা জাতীয় মাছ ধরছে তারা।

স্থানীয় এসকল শিশুরা জানান, সকালের দিকেই মাছ দেখতে পায় তারা। ডোবার অল্প পানিতে ছোট ছোট ঘাই দিতে থাকে। পরে দেখা যায় পুঁটি ও টেংরা মাছের ঝাঁক বিল থেকে বৃষ্টির পানি সাথে তাদের পাহাড়ী ডোবা -নালাতে আসছে।

বিকেলের দিকে জাল নিয়ে ডোবায় ফেলতেই মাছ ধরা পড়ে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শিশুরা দলে দলে জাল ও বড়শি নিয়ে মাছ ধরতে আসে।

সুমন সাদিক নামে স্থানীয় এক ব্যক্তি জানান,’বিকেলে বাচ্চাদের মাছ ধরা দেখে এগিয়ে গেলাম। ছোট্ট একটা ডোবাতে বর্ষার পানি এসেছে। বৃষ্টির পানির সাথে বিল থেকে মাছও এসেছে। সেই মাছ জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছে।
গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে বিলের পানি বাড়তে শুরু করেছে। নদীর নতুন পানি প্রবেশ করছে বিভিন্ন খাল-বিল, ডোবা-নালাতে। নতুন পানির সাথে নানা ধরনের মাছও আসতে শুরু করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network