২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

শিক্ষাবিদ অধ্যক্ষ মতিউর রহমান আর নেই

আপডেট: জুন ১৬, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মতিউর রহমান আর নেই। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পারি জমিয়েছেন তিনি। গতকাল ১৫ জুন রাত আনুুুুমানিক ১১ টায় নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

টাঙ্গাইলের  অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ জিয়া মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ, টাঙ্গাইল অধ্যক্ষ পরিষদের স্বপ্নদ্রষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মতিউর রহমান  গত ১৫ জুন রাত এগারো ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহী রাজিউন। ১৬ জুন সকাল ৯ টায় শহীদ জিয়া মহিলা কলেজে প্রথম জানাযা ও সকাল ১১ ঘটিকায় তাঁর গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযা নামাজে অধ্যক্ষ পরিষদ টাঙ্গাইলের সভাপতি সরকারী শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিনজুর রহমান, সহসভাপতি অধ্যক্ষ লুৎফর রহমান, অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সিদ্দিকী বাদশা, সমাজ কল্যান সম্পাদক অধ্যক্ষ তাইবুল ইসলাম শোয়েব, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, শহীদ জিয়া মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য হাবিবুর রহমান ভুট্টো,   বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আলীগ নেতা এডভোকেট আনোয়ার হোসেন মিন্টু,        শহীদ জিয়া মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাদত বিপুলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network