২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

সুনামগঞ্জে ধান কাটলেন ডিসি

আপডেট: এপ্রিল ৭, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, সুনামগঞ্জ : ভাটি বাংলার জনপদ সুনামগঞ্জের তাহিরপুর সদরে ভাটি তাহিরপুর গ্রামের কৃষক জিয়াউর রহমানের পাকা বোরো ধান কাটার মধ্য দিয়ে শুরু হয়েছে ধান কাটা উৎসব। জেলার সর্ববৃহৎ শনি হাওরের একটি পাকা বোরো জমিতে এই ধান কাটা উৎসবে যোগ দেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষক নেতৃবৃন্দ। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ১৭ হাজার ৯৮০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এ উপজেলায়। তবে আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৬৫ হাজার ৭৯০ হেক্টর। আজ বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কৃষক জিয়ার জমির পাড়ে যেয়ে শ্রমিকদের পাশে থেকে ধান কাটতে শরিক হন করেন তাঁরা। এক পর্যায়ে ধান কাটা উৎসব উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন ইউএনও পদ্মাসন সিংহ , উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, আ’লীগ নেতা সেলিম আখঞ্জী, উপজেলা মৎস্যজীবীলীগ সভাপতি আলম জিলানী সুহেল, আজিজুল হক, সাধারন সম্পাদক পজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক ইমরান হোসেন বিপক, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network