২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

দিনাজপুরে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

আপডেট: জুলাই ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট চত্বরে সোমবার সকাল সাড়ে ১১ টায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

দিনাজপুর ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তৌহিদুল ইকবাল। দিনাজপুর ইনস্টিটিউটের সহ-সভাপতি অধ্যাপক গোলাম রব্বানীর সভাপতিত্বে এবং সাপ্তাহিক কৃষি ও আমিষ পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. আব্দুস সামাদ। এসময় উপস্থিত ছিলেন ইকবাল চৌধুরী, শামসুজ্জামান চৌধুরী বাবু, মেহেরুল্লাহ বাদল, প্রফেসর কাজেম আহমেদ, ইফতেখার আহমেদ পান্না, সামসুল আলম, সাইদুর রহমান খান, শামীম কবির, আবু তালেব মনু, ফজলুল করিম, মিজানুর রহমান পাটোয়ারী বাবু, মো. রায়হানুল ইসলাম, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির মুখপাত্র মো. মনিরুজ্জামান জুয়েল, মো. বেলাল হোসেন জয় প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network