২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ পেয়েছেন ১০ বিশিষ্ট ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতা দিবস উদযাপন কালিহাতীর সাংবাদিক হারুন গুরুতর অসুস্থ টাঙ্গাইলে গভীর রাতে পুলিশের হানা।। ১০ জুযাড়ী গ্রেফতার পানি বিপর্যয়ের আশংকা ।। ২০৩০ সালে হারিয়ে যাবে শতভাগ নিম্নাঞ্চল নেক্সটনিউজে সংবাদ প্রকাশ, মন্দির মেরামতের আশ্বাস।।  কালিহাতীর ইউএনওকে সাধুবাদ ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন।। বাবুল আহম্মেদের মনোনয়ন দাখিল কালিহাতীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় কালিমন্দির চুরমার।।ক্ষুব্ধ হিন্দুসম্প্রদায়

বাংলাদেশ কৃষক সমিতির উদ্যোগে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন

আপডেট: জুন ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর থেকে : কৃষি বাঁচাও কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগান নিয়ে এবং ফসলের লাভজনক দাম দাও ও ইউনিয়ন পর্যায়ে সরকারী ধান ক্রয়কেন্দ্র চালুসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর।

 

বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কৃষক সমিতি দিনাজপুর জেলা শাখার আয়োজনে সামাজিক দুরুত্ব বজায় রেখে ঘন্টাব্যাপী কৃষকবন্ধন করেছে সংগঠনটির নেতকর্মীরা ও সর্মথকেরা।

 

সংগঠনের সভাপতি অধ্যাপক বদিউজ্জামান বাদলের সভাপতিত্বে কৃষকবন্ধন চলাকালে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষক সমিতির কেন্দ্রীয় সহ: সভাপতি মো: আলতাফ হোসাইন,কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি এ্যাড.মেহেরুল ইসলাম,কৃষক সমিতির জেলা সা:সম্পাদক দয়ারাম রায়,কৃষক নেত্রী সবিতা রানী,ইকবাল হাসান,আলিমুজ্জামান,ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতা এসএম চন্দন, ছাত্র ইউনিয়ন নেতা অনতু বসাক প্রমুখ।

 

মানববন্ধনে বক্তারা বৈশ্বিক বির্পযয় ও দূর্ভিক্ষ মোকাবেলা করতে কৃষির বরাদ্ধ বৃদ্ধিসহ সকল ফসলের লাভজনক মুল্য নিশ্চিকরণের দাবী জানান। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন,যখন কর্মহীন মানুষ খাদ্যের জন্য হাহাকার করছে তখনও ক্ষুদ্র ঋনদানকারি এনজিও গুলো সুদের কিস্তি আদায় করার জন্য ঋনগ্রহিতাদের উপর চাপ দিচ্ছে। তারা এনজিও গুলোর সুদের কিস্তি আদায় বন্ধে ব্যবস্থা নিতে দাবী করেন।

এছাড়াও মানববন্ধনে বক্তারা কৃষককে বাঁচাতে হলে সরাসরি কৃষকের কাছ হতেই ধান ক্রয় এবং দিনাজপুরের টমেটো সংরক্ষনাগার নির্মানের দাবী করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network