১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি শুরু

আপডেট: জুন ৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : করোনা পরিস্থিতির কারণে ৭৫দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করে। এর ফলে শুরু হয় বন্দরের কার্যক্রম।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, করোনার ভয়াবহতায় বাংলাদেশে সাধারণ ছুটি ও ভারতে লকডাউন শুরু হয়। এ অবস্থায় গত ২৬ মার্চ থেকে এই বন্দর দিয়ে সব ধরণের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ব্যবসা-বানিজ্য সহ বন্দরের সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এ অবস্থায় দুই দেশের ব্যবসায়িরা এই বন্দর দিয়ে বানিজ্য সচল রাখতে কয়েকদফা উদ্যোগ নেন। এরি প্রেক্ষিতে সরকারের নির্দেশনা অনুসরণ ও স্বাস্থ্যবিধি মেনে সোমবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্য আমদানি শুরু হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকেও ভারতে রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দর ব্যবহারকারীদের মধ্যে দুপুরের পর থেকে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network