২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

গণপিটুনির কারণ খতিয়ে দেখা হবে: আইনমন্ত্রী

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

গণপিটুনির কারণ খতিয়ে দেখা হবে উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কাউকে পেটানো সেটা গণ হোক, আর ব্যক্তি হোক, সেটা অপরাধ। গণপিটুনির ঘটনায় যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।

মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত জাতিসংঘ নির্যাতন বিরোধী কনভেনশন (ইউএনসিএটি) বিষয়ে সিভিল সোসাইটির সঙ্গে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের যেখানেই অপরাধ হচ্ছে সেখানেই তা রুখে দেয়ার চেষ্টা করা হচ্ছে। ধর্ষণ বা অন্যান্য নির্যাতন বন্ধ করার জন্য সরকার অনেক চেষ্টা করছে। মাদক নির্মূলের জন্যও চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রী বলেন, এসিড সন্ত্রাস দমনে যেমন দেশের মানুষ সবাই একত্রিত হয়েছিল তেমনি এসব অপরাধ দমনে সবার সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, বৈষম্য দূর করার জন্য সরকার বৈষম্য বিরোধ আইন প্রণয়ন করছে। এ আইনের খসড়া ইতিমধ্যে তৈরি হয়েছে। আগামী মাসে এটি মন্ত্রিপরিষদে পাঠানো হবে এবং সেখানে অনুমোদিত হলে সংসদের আগামী অধিবেশনে এটি পাসের জন্য পাঠানো হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিক ঘনঘন অগ্নিকাণ্ড, ধর্ষণ ও গণপিটুনির ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

তিনি বলেন, যে কোনো ঘটনার একটা স্বাভাবিকতা আছে আর একটা অস্বাভাবিকতা আছে। আপনারা যদি আগুন লাগার ঘটনা দেখে থাকেন। তাহলে দেখবেন, এটা কন্টিনিউয়াস ঘটতে থাকল।

‘তারপরে ধর্ষণের ঘটনা কন্টিনিউয়াস ঘটতে থাকল। এখন গণপিটুনির ঘটনা ঘটছে। এটা একটা দুটা দুর্ঘটনা হলে ঠিক আছে। পরিসংখ্যান কি বলে ১১-১২টা হয়েছে। এখানে এটা অস্বাভাবিক।’

তিনি বলেন, আমি এই জিনিসটা বলতে চাই, যেখানে গত বছরে একটাও গণপিটুনির ঘটনা নাই, সেখানে হঠাৎ এক মাসে সাত দিনের মধ্যে ১১টা গণপিটুনির ঘটনা ঘটে গেল।

‘তার মানে হচ্ছে এখানে যেটা আমরা তদন্ত করতে চাচ্ছি, যেটা আমরা এত বলতে চাচ্ছি না। কিন্তু আমি যেটা বলেছি, সেটা হচ্ছে এই অ্যাংগেলেও আমরা তদন্ত করব।’

  • ঘটনাপ্রবাহ : বাড্ডায় নারীকে পিটিয়ে হত্যা

     

    Timeline বাড্ডায় তাসলিমা হত্যা: প্রধান আসামি হৃদয় সন্দেহে যুবক আটক

    Timeline মা আসবে, আমাকে ভাত খাইয়ে দিবে…

    Timeline গণপিটুনিতে তাসলিমা হত্যার প্রতিবাদে সড়কে শিশুকন্যা তুবা

    Timeline রেনুর বড় ভাই রিয়াজ মাহমুদের হৃদয় বিদারক পোস্ট
    Timeline ছোট্ট তুবাকে পুলিশ কর্মকর্তার আবেগঘন খোলা চিঠি
    Timeline বাড্ডায় গণপিটুনিতে নারীকে হত্যা: মূল হোতা হৃদয় ৩ দিনেও অধরা
    Timeline বাড্ডায় গণপিটুনিতে নারীকে হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

    Timeline বাড্ডায় গণপিটুনিতে নিহত রেনুর দাফন লক্ষ্মীপুরে

    Timeline বাড্ডায় নারীকে গণপিটুনিতে হত্যা: তিনজনের ৪ দিনের রিমান্ড

    Timeline বাড্ডায় গণপিটুনি: ছেলেধরা গুজব কেড়ে নিলো তাসলিমার প্রাণ (ভিডিও)

    Timeline বাড্ডায় ছেলেধরা সন্দেহে নারী হত্যা: ৫০০ জনের বিরুদ্ধে মামলা

    Timeline বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহত

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network