২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

গণপিটুনিতে তাসলিমা হত্যার প্রতিবাদে সড়কে শিশুকন্যা তুবা

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ লক্ষ্মীপুর প্রতিনিধি:

গণপিটুনিতে তাসলিমা হত্যার প্রতিবাদে সড়কে শিশুকন্যা তুবা

ছেলে ধরা গুজবে ঢাকার বাড্ডায় গণপিটুনিতে নিহত তাসলিমা বেগম রেনুর মৃত্যুর ঘটনায় নিজ বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন করেছে স্থানীয়রা।

মায়ের নির্মম এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে শিশু তুবাও মঙ্গলবারের এ মানববন্ধনে অংশ নেয়।

এর আগে সকালে রেনুর জন্য পারিবারিকভাবে দোয়া, মিলাদের আয়োজন ও কবর জিয়ারত করা হয়।

মানববন্ধনের ব্যানারে মায়ের ছবির দিকে অপলক তাকিয়ে ছিল তুবা। এ সময় তার চোখে-মুখে ছিল মাকে ফিরে পাওয়া আকুতি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মারুফ বিন জাকারিয়া, রায়পুর পৌর যুবলীগের আহ্বায়ক তানজিদ কামাল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জহির পাটওয়ারী, ফ্রেন্ডস ফোরামের সভাপতি তুহিন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তারেক আজিজ জনি প্রমুখ।

প্রসঙ্গত,শনিবার সকালে ঢাকার উত্তর-পূর্ব বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাসলিমা বেগম রেনুকে (৪০) প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়।মেয়েকে ভর্তির জন্য ওই স্কুলে খোঁজ নিতে গিয়ে গুজবের কবলে পড়ে গণপিটুনিতে তার মৃত্যু হয়।

পরদিন রোববার রাতে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর সোনাপুর গ্রামের পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network