আপডেট: নভেম্বর ১৫, ২০২৪
মনিরুজ্জামান মতিন, কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতীতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিক নাহিদ খানের পিতা আজাহার আলী খানের স্মরণে ১৫ নভেম্বর সকালে ইউনিটির কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মনিরুজ্জামান মতিন। সাধারণ সম্পাদক মুনসুর হেলাল বাদশার সঞ্চালনায় স্মরণ সভায় আলোচনায় অংশ নেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, বিএনপি নেতা অধ্যাপক এ কে এম আব্দুল আওয়াল, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান মো: মোহর আলী, জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজ এর সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিন, কালিহাতী রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য, সিনিয়র সাংবাদিক এশিয়ান টিভির রশিদ আহমদ আব্বাসী, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব , রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মো: মনির হোসেন,দেশ রুপান্তরের সেলিম রেজা স্বাধীন,এটিভি বাংলা নিউজের নাহিদ খান প্রমুখ।
আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা মোঃ নুরুল ইসলাম। উল্লেখ্য,এটিভি বাংলা নিউজের ম্যানেজিং ডিরেক্টর নাহিদ খানের পিতা আজাহার আলী খান গত ১০ নভেম্বর সকালে মৃত্যুবরণ করেন।তাঁর মৃত্যুতে কালিহাতী রিপোর্টার্স ইউনিটি এ স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।