৯ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কালিহাতীতে কেন্দ্রীয় সাধুসংঘে সাধুপূর্ণীমা পালিত

আপডেট: অক্টোবর ১০, ২০২২

  • ফেইসবুক শেয়ার করুন

 

মনিরুজ্জামান মতিন :  কেন্দ্রীয় সাধুসংঘ সাধুর ধামে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সাধুপূর্ণীমা অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গত ৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সাধুসংঘের আসনপতি সাধু মোকাদ্দেছ আলী ওরফে মোকা সাধুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হোসেন।
অনুষ্ঠানে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে সাধু, বাউল, ফকির, পাগল, পীর মাশায়েখ, গোশাই, লালন ভক্তরা এসে জড়ো হতে থাকে। সন্ধ্যা সাতটায় আত্ম তত্ববেদ নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে কেন্দ্রীয় সাধুসংঘের সাংগঠনিক কমিটি গঠন কল্পে একশত একজনের নামের তালিকা প্রকাশ এবং এক মাসের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করবে। তাছাড়া ২৫জন সাধুর সাথে আরে ৫ জন নতুন সাধু, শখিপুরের সাবেক কাউন্সিল রফিকুল ইসলাম, প্রফেঃ তরুন হাবিব, প্রফেঃ তারেকুল ইসলাম, সানোয়ার হোসেন বাচ্চু, তোষার হোসেন, নাম ঘোষণা করে।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধুসংঘের প্রতিষ্ঠাতা সাংবাদিক শাহ আলম, সাধু ডাঃ আ মজিদ, সাধু রবিন্দ্র নাথ কর্মকার, সাধু স্ত্রীদাম ভৌমিক, সাধু গোবিন্দ গোশাই, সাধু শ্যামল, সাধু দুলাল মাষ্টার, হারুন মাষ্টার, কেন্দ্রীয় সাধুসংঘের সাবেক সভাপতি বাবু হরিমোহন পাল, সহ সভাপতি ইদ্রিস বিডি, সেবান তাং , এস এম সাইদুর রহমান, তপন সেন, সাবেক সম্পাদক রেজাউল করিম তালুকদার, কালিহাতি প্রেসক্লাবে সাবেক সভাপতি মনিরুজ্জামান মতিন, কেন্দ্রীয় পাঠাগারের সভাপতি বিপ্লব সরকার, সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সাহা প্রমুখ। পরে রাতভর লালন সাইজির গান পরিবেশন করেন সাধুসংঘ সাংস্কৃতিক জোটের শিল্পীরা।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network