২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

রোটারী ক্লাবের বিশ্ব পোলিও দিবস পালন

আপডেট: অক্টোবর ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : বিশ্ব পোলিও দিবস ২০২১ উপলক্ষে রোটারি বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটি আজ ২৩ শে অক্টোবর ঢাকা ক্লাব লিমিটেড এর স্যামসন এইচ চৌধুরী সেন্টার এ এক প্রেস কনফারেন্স এর আয়োজন করে I
প্রেস কনফারেন্স এ মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সী,এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন I মাননীয় সাংসদ জনাব নূর মোহাম্মদ এবং দি রোটারি ফাউন্ডেশন এর ট্রাস্টি চেয়ার জন এফ জার্ম বিশেষ অতিথি হিসাবে প্রেস কনফারেন্স এ সংযুক্ত হন I রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১ এর ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন I এছাড়াও ইন্টারন্যাশনাল পোলিও প্লাস কমিটি চেয়ারম্যান মাইকেল ম্যাক গভার্ন ,পোলিও প্লাস ডিরেক্টর কেরল পেন্ডেক সহ রোটারি ইন্টারন্যাশনাল এর উর্ধতন নেতৃবৃন্দ ZOOM এ অংশ গ্রহণ করেনা। বাংলাদেশ রোটারির পেস্ট ডিস্ট্রিক্ট গভর্নরবৃন্দ সহ উর্ধতন নেতৃবৃন্দগণ ও প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেনা I
প্রধান অতিথি জনাব টিপু মুন্সী, এমপি বিশ্ব থেকে পোলিও নির্মূলে রোটারির অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং একজন রোটারিয়ান হিসেবে পোলিও নির্মূলে অবদান রাখতে পরে নিজেকে গর্বিত মনে করেন I জনাব নূর মোহাম্মদ, এমপি বাংলাদেশ থেকে পোলিও নির্মূলে বাংলাদেশের রোটারিয়ানদের অবদান এর কথা স্মরণ করেন I
রোটারিয়ান জন এফ জার্ম, মাইকেল ম্যাক গভার্ন, কেরল পেন্ডেক সহ সকল রোটারি নেতৃবৃন্দ পোলিও নির্মূলে রোটারি এর কার্যক্রম তুলে ধরেন I
রোটারি বাংলাদেশ ন্যাশনাল পোলিও প্লাস কমিটি এর চেয়ারম্যান রোটারিয়ান পিডিজি ইশতিয়াক আবিদুজ্জামান বলেন ১৯৮৫ সালে রোটারি ইন্টারন্যাশনাল পোলিও নির্নুলকে তাদের অন্যতম প্রধান কর্মসূচি হিসাবে অন্তর্ভুক্ত করে এবং ১৯৮৮ সালে WHO সহ অন্নান্য সহযোগী সংগঠনকে সাথে নিয়ে Global Polio Eradication Initiative এর সূচনা করে I সেই থেকে আয্যাবধি রোটারি ২.২ বিলিয়ন ডলার (সহযোগী সংগঠনের মাধ্যমে প্রায় ১০ বিলিয়ন ডলার) অনুদান প্রদানের মাধ্যমে বিশ্বের ১২২ টি দেশের ৩ বিলিয়ন শিশুকে পোলিও এর হাত থেকে রক্ষা করেছে। আমাদের দেশে প্রথম থেকে এখনো বিনামূল্যে যে পোলিও টিকা খাওয়ানো হয় তার সর্বাজ্ঞে রয়েছে রোটারির সদস্যদের অবদান I বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান ছাড়া সমস্ত পৃথিবী পোলিও মুক্ত। কিন্তু পোলিও এর বিরুদ্ধে আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি। পোলিও কে সমূলে নির্মূল করতে না পারলে আগামী ১০ বছরের মধ্যে এটি বিপদজনক রূপে আবার ফিরে আসবে।
প্রেস কনফারেন্স এর পর বাংলাদেশের ৪০ টি জেলায় রোটারিয়ানগণ শোভাযাত্রার আয়োজন করে যা প্রধান অতিথি ZOOM এর মাদ্ধমে সংযুক্ত হন। শোভাযাত্রায় নারায়নগন্জ সিটি কর্পোরেশন এর মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভি এবং খুলনা সিটি কর্পোরেশন এর মেয়র তালুকদার আবদুল খালেক ও সংযুক্ত হন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network