আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২১
মোঃ সোলায়মান খান,কালিহাতী : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
৪ সেপ্টেম্বর বেলা ২.৩০ টায় বাসাইল উপজেলার বাসুলিয়ার চাপড়াবিলে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামের সভাপতিত্বে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাংগাইল ৮ সখিপুর- বাসাইল উপজেলার সংসদ সদস্য, সাদত বিশ্ব্যবিদ্যালয় কলেজের সাবেক ২ বারের নির্বাচিত ভিপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের। অনুষ্ঠানটি উদ্বোধন করেন ডঃ আতাউল গনি,জেলা প্রশাশক টাংগাইল। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন টাংগাইলের পুলিশ সুপার সন্জিত কুমার রায়, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মন্জুর হোসেন, বাসাইল থানা অফিসার ইন চার্জ হারুনুর রশিদ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ।
নৌকাবাইসে কোশা নৌকা এবং মহিলাদের একটি নৌকা সহ মোট ৪৩ টি ছোট বড় নৌকা নানা রং এর সাজে সজ্জিত হয়ে প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। টাংগাইল ভূঞাপুর উপজেলার
সবুজ সরকারের দলটি প্রথম, যমুনা সেতু এলাকার হিরার তৈরী দ্বতীয় এবং একই উপজেলার আঃ সামাদের নৌকাটি তৃতীয় স্হান অধিকার করে।
প্রথম পুরষ্কার মটর সাইকেল দেয়া হয়।
অনুষ্ঠান শেষে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।