আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২০
মোঃ নাঈম শাহ্, নীলফামারী থেকে : ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা বীরমুক্তিযোদ্ধা ওমর আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচি পালিত হয়েছে নীলফামারীর ডোমারে । মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর০ সকাল ১১ টা হতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ওই কর্মসুচির আয়োজন করেন।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ নুরনন্নবীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ডোমার পৌর কমান্ডের সাবেক কমান্ডার ইলিয়াছ হোসেন, সাবেক সহকারী কমান্ডার গোলাম রাব্বানী, সাবেক ডেপুটি কমান্ডার এমএ কবির, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আল-আমীন রহমান, সজিব, তন্ময়, সুপ্ত প্রমূখ।