২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ পেয়েছেন ১০ বিশিষ্ট ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতা দিবস উদযাপন কালিহাতীর সাংবাদিক হারুন গুরুতর অসুস্থ টাঙ্গাইলে গভীর রাতে পুলিশের হানা।। ১০ জুযাড়ী গ্রেফতার পানি বিপর্যয়ের আশংকা ।। ২০৩০ সালে হারিয়ে যাবে শতভাগ নিম্নাঞ্চল নেক্সটনিউজে সংবাদ প্রকাশ, মন্দির মেরামতের আশ্বাস।।  কালিহাতীর ইউএনওকে সাধুবাদ ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন।। বাবুল আহম্মেদের মনোনয়ন দাখিল কালিহাতীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় কালিমন্দির চুরমার।।ক্ষুব্ধ হিন্দুসম্প্রদায়

গুডনেইবারস ঘাটাইল সিডিপির উদ্যোগে গুড বাজার উদ্বোধন

আপডেট: জুলাই ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আল আমিন হোসেন বিপ্লব, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে : টাঙ্গাইলের ঘাটাইলের আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির উদ্যোগে করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারনে অসহায়দের মধ্যে “গুড বাজার জিএনবি” এর উদ্বোধন করা হয়। সোমবার (২৭ জুলাই) গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপি প্রাঙ্গনে গুড বাজারের মাধ্যমে ৭২৯ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে কুপনের মাধ্যমে সামাজিক দুরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা ও বস্ত্র বিতরন করা হয়।

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপির ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম ফিতা কেটে গুড বাজারের উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গুডনেইবারস ঘাটাইল সিডিপির সিনিয়র অফিসার প্রোগ্রাম অফিসার বিপ্লব কুমার,মেডিক্যাল অফিসার ডা.শুভ বসাক,আইজি অফিসার মাহমুদুল হাসান,গুডনেইবারস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হোসনে আরা পারভীন

সহ সংস্থার সকল কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

বিতরণকৃত পণ্যদ্রব্য ছিল- চাল, ডাল, ভোজ্য তেল, আলু, লবণ, এন্টিসেপ্টিক সাবান, দুধ, চিনি, সেমাই, শাড়ি,লুঙ্গি, টিশার্ট, বাচ্চাদের খেলনা, জিংক ও সিভিট ট্যাবলেট ইত্যাদি।

সরেজমিনে ঘুরে দেখা যায়, মাঠের বিভিন্ন জায়গায় তিনটি স্টল বসে এবং কুপন অনুযায়ী সুবিধাভোগীরা তাদের পছন্দের জিনিসপত্র বুঝে নিচ্ছেন৷ আয়োজক সূত্রে জানা যায়, এই গুড বাজারের কার্যক্রম আগামী ২৯শে জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে।

বর্তমান এই (কোভিড-১৯) করোনা থেকে রক্ষা পেতে কিভাবে নিজের পরিবার প্রতিবেশী ও দেশকে রক্ষা করা সে বিষয়ে বক্তরা উপস্থিত সকলকে অবগত করেন। করোনা থেকে রক্ষা পেতে হলে সামাজিক দুরত্ব, ঘন ঘন সবান দিয়ে হাত ধোয়া ও মাস্ক ব্যবহার করতে হবে। করোনা মহামারী সময়ে কর্মহীন ও অসহায় মানুষের পাশে থাকার জন্য গুড নেইবারস বাংলাদেশ ঘাটাইল সিডিপির ইমারজেন্সি রেসপন্স ফর কভিট-১৯ টিমের এমন সুন্দর উদ্যোগ গ্রহনের ধন্যবাদ জানান আগত অতিথিবৃন্দ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network