১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

“মুক্তিযুদ্ধ মঞ্চ” টাংগাইল জেলা শাখার উপ-প্রচার সম্পাদক হলেন জুয়েল হিমু

আপডেট: জুন ২০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : মুক্তিযুদ্ধ মঞ্চ টাঙ্গাইল জেলা শাখার উপ-প্রচার সম্পাদক হলেন কালিহাতীর কৃতি সন্তান, সরকারী এম এম আলী কলেজ ছাত্রলীগের সহসম্পাদক জুয়েল হিমু। ২০ জুন সংগঠনটির কেন্দ্রীয় কমিটি টাঙ্গাইল জেলা শাখার কমিটি অনুমোদন দিলে সেখানে জুয়েলকে উপ-প্রচার সম্পাদক পদে দায়িত্ব দেয়া হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক আগামী দুই বছরের জন্য টাংগাইল জেলা শাখার কমিটি অনুমোদন দেয়া হয়েছে। ২০ জুন মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র আ. ক. ম জামাল উদ্দীন সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শামীম কবির রাসেল কে সভাপতি এবং তুষার তালুকদার কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়।সাধারণ সম্পাদক – তুষার তালুকদার, যুগ্ন-সাধারন সম্পাদক-সজিব, উপ প্রচার সম্পাদক-জুয়েল হিমুকে নির্বাচিত করায় ধন্যবাদ জানিয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির
মুখপাত্র আ. ক. ম জামাল উদ্দীনকে ।

টাঙ্গাইল জেলা শাখার বিভিন্ন পদে নির্বাচিতরা হলেন…

সভাপতি-শামীম কবির রাসেল,সহ সভাপতি – ফিরোজ অর রশিদ,সহ সভাপতি-আসাদুজ্জামান আসাদ, সহ সভাপতি-মনোয়ার হোসেন হীরা, সহ সভাপতি-মেহেদী হাসান কামরুল,সহ সভাপতি-নাজমুল হাসান বিপ্লব,সহ সভাপতি-আবিদ হাসান,সহ সভাপতি-মোঃহ্নদয়,সহ সভাপতি-গোপাল সেন,সহ সভাপতি-মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক-তুষার তালুকদার,যুগ্ম সাধারণ সম্পাদক – রুবেল খান,যুগ্ম সাধারণ সম্পাদক-রনি সিকদার,যুগ্ম সাধারণ সম্পাদক-হাফিহুর রহমান সাগর,যুগ্ম সাধারণ সম্পাদক-ইসতিয়াক আহমেদ মারুফ,যুগ্ম সাধারণ সম্পাদক-মতিয়ার রহমান সজীব,যুগ্ম সাধারণ সম্পাদক-সায়দুর রহমান খান রাসেল,যুগ্ম সাধারণ সম্পাদক-তোফায়েল আহমেদ তুহিন,যুগ্ম সাধারণ সম্পাদক-মোঃআল সাব্বির তালহা,সাংগঠনিক সম্পাদক – জুয়েল রানা,সাংগঠনিক সম্পাদক-বায়জিদ মোহন,সাংগঠনিক সম্পাদক-আরিয়ান পাভেল,সাংগঠনিক সম্পাদক-নাহিদ হাসান জয়,সাংগঠনিক সম্পাদক-মুহিবুর রহমান ইয়াসিন,দপ্তর সম্পাদক – আনান,উপ দপ্তর সম্পাদক-তোফায়েল আহমেদ নয়ন,প্রচার সম্পাদক-তানভীর আহমেদ কৌশিক,উপ প্রচার সম্পাদক-জুয়েল হিমু,সাংস্কৃতিক সম্পাদক – শরৎ খান,গ্রন্থ প্রকাশনা সম্পাদক -মিরন,উপ গ্রন্থ প্রকাশনা সম্পাদকউজ্জল মাহমুদ রানা,সাহিত্য সম্পাদক -মির্জা সায়েম আনোয়ার বিশাল,উপ সাহিত্য সম্পাদক-সবুজ,শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক-মীর রিয়াত হোসেন,উপ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক-ইমদাদুল হক সজিব,সদস্য – জীবন তালুকদার, আলামীন শিকদার, মোঃসোহেল রানা, মোঃআমিনুর, সৈয়দ রুবি হোসেন তাওহীদ, মোঃআক্তারুজ্জান,সানোয়ার শিকদার,মোঃশফিকুল ইসলাম জয়,সোয়ায়েব ইসলাম অন্ত,উজ্জ্বল আল মামুন,বাস্তব ঘোষ, ফারুক ওয়াহিদ স্বাধীন, মোঃইলিয়াস হোসেন,শাহরিয়ার রিফাত,সিফাত তালুকদার,শাহীনুর রহমান শাহীন,মোফাজ্জল আহমেদ মায়া,জয় সরকার,মোঃশাওন সরকার,মোঃআমিনুর,মিঠুন মিঠু, মোঃরুবেল হোসাইন,নাহিদ আহমেদ রিপন,তৌহিদুল আলম নয়ন,রেজাউল করিম হ্নদয়,মোঃইব্রাহীম খলিল,মোঃলিমন মিয়া,ফাহিম আহমেদ লিমন, মোঃপারভেজ খান, আনিসুর রহমান, নাহিদ তালুকদার, রানা হাসান পিয়াস, আবু বকর,সবুজ মিয়া,মোঃশামীম আহমেদ,মোঃপারভেজ,মোঃইমন খান,মোঃরাসেল মিয়া শুভ,মোঃরিফাদ,সামি আলম,সামিনখান,মোঃহাসিব,মোঃবাধন,মোঃমাহিম লিমন, মোঃইমন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network