১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

বর্ষিয়ান রাজনৈতিক শাজাহান সিরাজ বাকরুদ্ধ

আপডেট: মে ২৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

নেক্সটনিউজ প্রতিবেদক,ঢাকা : বাকরুদ্ধ হয়ে পড়েছেন স্বাধীনতার ইস্তেহার পাঠক, অবিভক্ত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্ষিয়ান রাজনৈতিক শাজাহান সিরাজ।   বর্বাতমানে বাকরুদ্ধ  হয়ে রাজধানীর অ‌্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কয়েক দিন থাকার পর এখন নিজের বাসায় রয়েছেন তিনি, চোখের পাতাও ঠিকমতো মেলতে পারছেন না বর্ষীয়ান এই রাজনীতিক।

চিকিৎসকরা ইতোমধ‌্যে ‘না’ বলে দিয়েছেন বলে বুধবার  নেক্সটনিউজকে  জানান তার স্ত্রী রাবেয়া সিরাজ।

“তারা (চিকিৎসকরা) বলে দিয়েছেন, বাসায় নিয়ে যান, আর কিছু করার নেই। এখন বাসায় নিয়ে এসেছি। উনি নির্বাক, চোখও খোলেন না। আমিও কিছু বলতে পারছি না…” বলতে বলতে আবেগে গলা ধরে আসে স্ত্রীর।

৭৩ বছর বয়সী শাহজাহান সিরাজ ষাটের দশকে ছাত্রলীগের মাধ‌্যমে রাজনীতিতে হাতে খড়ি নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পর স্বাধীনতা পরবর্তী সময়ে হন জাসদের সংগঠক।

বাম ঘরানা থেকে রাজনীতির জটিল অঙ্গনে উল্টো পথে হেঁটে বিএনপি সরকারের মন্ত্রী হয়েছিলেন শাহজাহান সিরাজ। সর্বশেষ বিএনপির ভাইস চেয়ারম‌্যান ছিলেন। তবে ফুসফুসের ক‌্যান্সারের কারণে অনেক দিন নিষ্ক্রিয় রাজনীতি থেকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network