৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

কুষ্টিয়ার ভেড়ামারায় বিএনপির ত্রাণ সামগ্রি বিতরণ

আপডেট: এপ্রিল ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

সাইফুল ইসলাম, কুষ্টিয়া থেকে : করোনা দুর্যোগ মোকাবেলায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়াররম্যান পদপ্রার্থি আলতামাস আসলাম নিউটনের উদ্যোগে শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাহাদুরপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত প্রায় ২শত ৫০টি পরিবারের ঘরের পাঁচ দিনের খাবার সামগ্রি পৌঁছে দেওয়া হয়েছে।

উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়রম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ বানাত আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুষ্টিয়া জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলতামাস আসলাম নিউটন। উপস্থিত ছিলেন, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়াজেদ আলী টুকু, বাহাদুরপুর ইউনিয়ন যুবদল সভাপতি মিনারুল ইসলাম মিনু, বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি শাহান আহমেদ ও নেত্রবৃন্দ।

আলতামাস আসলাম নিউটন জানান, তাঁদের এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network