২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

দিনমজুর নারীকে গণধর্ষণ, ৫ জন আটক

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

সাভারের ডগরমোড়া এলাকায় কাজের কথা বলে নিয়ে গিয়ে এক দিনমজুর নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ৫ নির্মাণ শ্রমিককে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, পাবনা থেকে মাত্র ১৫ দিন আগে কাজের আশায় সাভারের সবুজবাগ এলাকায় এসে বসবাস শুরু করেছিলেন ঐ নারী। রবিবার (০৪ আগস্ট) সকালে ভুক্তভোগী ঐ নারী সাভার বাসস্ট্যান্ডে কাজ পাওয়ার আশায় আরও অনেকজন দিন মজুরদের সাথে অপেক্ষা করছিলেন। এসময়, অভিযুক্ত ৫ জন ৫০০ টাকা মজুরিতে ঐ নারীকে কাজের কথা বলে ডগরমোড়া এলাকায় একটি নির্মানাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাদের আচরন দেখে সন্দেহ হলে ঐ নারী চলে আসতে চায়। কিন্তু, তাকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্ত ৫ নির্মাণ শ্রমিক। শারীরিক পরীক্ষার জন্য ঐ নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি-তে পাঠানো হয়েছে।

সোমবার দুপুরে, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগের পর সাভারের ডগরমোড়া ও রেডিও কলোনিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। পরে সন্ধ্যায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন।

আটককৃতরা হলো, জামালপুর জেলার টাঙালীপাড়ার ইলিয়াস উদ্দিনের ছেলে মো আরিফ, একই এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল, গাইবান্ধা জেলার সাঘাটা থানার টইছড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে বাদল, শিমুলবাড়ি গ্রামের গোলজার রহমানের ছেলে আমলগীর এবং কুমারবাড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে কবীর।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network