১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

টাঙ্গাইলে ‘বাইয়া হযরত বাহিনী’র বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট: জুন ২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল থেকে : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লালহাড়া গ্রামের বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও মারধরের অভিযোগ এনে বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করা হয়েছে।

সোমবার(১ জুন) সকালে টাঙ্গাইল শহরের জেলা সদর সড়কে মানববন্ধন ও পরে টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন একই গ্রামের আজম খানসহ গ্রামের কয়েকটি পরিবারের সদস্য।

সম্মেলনে লিখিত বক্তব্যে আজম খান বলেন, তার ভাতিজি গত ২৮ মে বিকালের দিকে বাড়ির পাশে এক দোকান থেকে কিছু জিনিস কিনে ফিরছিল। তখন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাইয়া হযরতের ছোট ছেলে সজিব তার সহযোগীদের নিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ খবর পাওয়ার পর তার পরিবারের লোকজন সজিবের বাড়িতে গিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানালে ওইদিনই রাত ৯ টার দিকে ভাতিজিকে পুলিশ উদ্ধার ও অভিযুক্ত সজিবকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে বাইয়া হযরত, সজিবসহ চারজনকে আসামি করে দেলদুয়ার থানায় মামলা দায়ের করা হয়। কিন্তু মামলার অন্য আসামিরা পলাতক থেকে আজম খানের পরিবারের লোকজনদের নানাভাবে হুমকি দিচ্ছে। একইসঙ্গে আরো অভিযোগ করা হয়, বাইয়া হযরত বাহিনীর লোকজন দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষদের বিভিন্নভাবে হয়রানি করছে। চাঁদা দাবি করে না পেয়ে হামলার ঘটনাও ঘটিয়েছে। বাইয়া হযরত বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে হাফ ডজনেরও বেশি মামলা রয়েছে। তারা বাইয়া হযরত বাহিনীর রোষানল থেকে রেহাই পেতে তাদের বিচারের দাবি জানায়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network