২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

কালিহাতীতে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা

আপডেট: জুলাই ২৪, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

মনির হোসেন, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের ভৈরববাড়ী গ্রামে যমুনা নদীর ভাঙ্গনে গত দুই দিনে প্রায় ১৪ টি বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এ সংবাদ পেয়ে শনিবার (২৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ আতাউল গণি উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরির্দশন করেন এবং ভৈরববাড়ী গ্রামে পুরোপুরি ক্ষতিগ্রস্ত ১৪ টি পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা ও ৫০ টি পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান, টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা দীলিপ কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও গোহালিয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী তালুকদার প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network