২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

গাইবান্ধায় করোনায় আক্রান্ত বেড়ে ৫৮৪, নতুন শনাক্ত ৬ জন

আপডেট: জুলাই ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

রওশন হাবিব, গাইবান্ধা থেকে : গাইবান্ধায় করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, তবে এরই মাঝে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে জেলায় সুস্থ হয়ে উঠছেন অনেকেই।

গত ২৪ ঘন্টায় শুক্রবার নতুন করে আরও ১০ জন সুস্থ হয়ে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন। করোনাকে জয় করে জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩২৬ জন। গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, বৃহস্পতিবার রাত আটটায় প্রাপ্ত সবশেষ তথ্য অনুযায়ী জেলায় এ পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫৮৪ জন। এরমধ্যে শুধুমাত্র গোবিন্দগঞ্জ উপজেলাতেই আক্রান্ত ২১৪ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ৬ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ১ জন এবং সদর উপজেলায় ৫ জন রয়েছেন। বর্তমানে করোনা আক্রান্তদের মধ্যে ২৪৬ জন বিভিন্ন আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত জেলায় মোট ১২ জন করোনা আক্রান্তরোগী মারা গেছেন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ জানান, জেলায় করোনা পজিটিভ কেসগুলোর অধিকাংশই এখন সুস্থ হওয়ার পথে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network