২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

করোনা সংক্রমণের মধ্যেও খুলছে তাজমহল

আপডেট: জুলাই ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : করোনা মহামারীর কারণে তিন মাস বন্ধ থাকার পর সোমবার খুলে দেয়া হচ্ছে ভারতের সপ্তদশ শতকের ভালোবাসার স্মৃতিসৌধ তাজমহল।

তবে সেখানে ঢোকার পর দর্শকদের বেশ কিছু শর্ত মেনে চলতে হবে। যেমন তাজমহল ঘুরে দেখার সময় পর্যটকরা মাস্ক খুলতে পারবেন না।

এছাড়া সৌধটির চিকচিকে মারবেলের উপরিভাগে হাত দিয়ে ছোঁয়া যাবে না এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

একদিনে কেবল পাঁচ হাজার পর্যটক এই সপ্তাশ্চর্য ভ্রমণ করতে পারবেন। সাধারণত পর্যটন মৌসুমে এই সমাধিসৌধে ৮০ হাজার মানুষ সফর করেন।

ভারতের উত্তরাঞ্চলীয় শহর আগ্রায় মোঘর সম্রাট শাহজাহান এটি নির্মাণ করেন, যাতে ২২ বছর সময় লেগেছিল।

ভারতের কেন্দ্রীয় পর্যটনমন্ত্রী বলেন, কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত সব স্মৃতিসৌধ ও স্থাপনা ভ্রমণে কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হবে। যেমন স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব মেনে চলা ও অন্যান্য স্বাস্থ্য নির্দেশনা অনুসরণ করতে হবে।

নয়াদিল্লীর ঐতিহাসিক লালকেল্লাও খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। যদিও গত তিন মাসে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দ্রুত গতিতে বাড়ছে।

রোববার ভারতে রেকর্ডসংখ্যক ২৪ হাজার ৮৫০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ছয় শতাধিক।

আর এখন পর্যন্ত দেশটিতে ছয় লাখ ৭৩ হাজার ১৬৫ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরেই এগিয়ে রয়েছে ভারত। দেশটিতে করোনার হটস্পটগুলোর একটি আগ্রা।

স্থানীয় এক প্রশাসনিক কর্মকর্তা বলেন, তাজমহলের চারপাশটা সংক্রমণপ্রবণ এলাকা। পর্যটকরা এখানে আসুক, তা আমরা চাচ্ছি না।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network