৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে “মানবতার হাত” এর উদ্যোগে অসহায়দের মধ্যে ত্রান বিতরণ

আপডেট: এপ্রিল ২৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 নেক্সটনিউজ প্রতিবেদক,কালিহাতী (টাঙ্গাইল) : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়াতে মানবতার হাত নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ত্রান বিতরণ করা হয়েছে। মহামারী করোনাভাইরাসের অশুভ প্রভাবে কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে এ ত্রান বিতরণ করা হয়। ২৯ এপ্রিল দশকিয়া এলাকার প্রথম দফায় ৭০ পরিবারের মাঝে এ ত্রান সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক বাবু তালুকদার,ক্যাশিয়ার মাসুম তালুকদার,মো. ইকবাল, মামুনসহ কর্মকর্তারা উপস্থিত থেকে বিতরণ কর্মকাণ্ড পরিচালনা করেন। সংগঠনটি এই কর্মকাণ্ডে প্রবাসীদের সহযোগিতা রয়েছে বলে তারা জানিয়েছেন। মানবতার হাত এলাকার অসহায় মানুষকে সাহায্য-সহযোগিতা করার জন্য স্থাপিত হয়েছে। প্রথম দফায় ৭০ পরিবারকে সাহায্য করলেও তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের ক্যাশিয়ার মাসুম তালুকদার নেক্সটনিউজকে জানিয়েছেন। এলাকার কয়েকজন তরুন মানবতার কল্যানে ব্রতী হয়ে এই মানবতার হাত প্রতিষ্ঠা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network