আপডেট: এপ্রিল ২৪, ২০২০
আলমগীর হোসেন , টাঙ্গাইল : টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডে করোনা ভাইরাস উপলক্ষে অসহায় হতদরিদ্র ও মধ্যবিত্তদের মাঝে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সদস্য ও টাঙ্গাইল জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রোস্তম আলী তার নিজস্ব অর্থায়নে ২০০ শত পরিবারের মাঝে শুক্রবার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
পর্যায়ক্রমে আরো পাঁচশত লোকের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে । তিনি আরো বলেন , আমার সাধ্য মোতাবেক যে কোনো সময় যে কোনো মুহূর্তে অসহায় হতদরিদ্রদের সহায়তায় আমি থাকবো ইনশাল্লাহ। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব ছানোয়ার হোসেন এমপি, ।
টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল হুদা নবীন । উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ, টাঙ্গাইল পৌরসভার ১০ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ,টাঙ্গাইল জেলা পাদুকা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিলন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।