১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা এক লাখ ছাড়াল

আপডেট: এপ্রিল ১১, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ ডেস্ক : বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এ খবর জানিয়েছে।

সংস্থাটির ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বে এক লাখ ১৯৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছে ১৬ লাখ ৪৫ হাজার ৩৩৪ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৬৯ হাজার ৭৯ জন।

করোনাভাইরাস বৈশ্বিক মহামারিতে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।

তবে মৃতের হিসাবে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ১৮ হাজার ৮৪৯ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

মৃতের হিসাবে তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯১১ জনের। এছাড়া আক্রান্তের দিক থেকেও বিশ্বে শীর্ষে রয়েছে দেশটি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এই দেশটিতে এখন পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৪ জন আক্রান্ত হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ১৫ হাজার ৯৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৫৩ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৯০৭ জন। এর মধ্যে ৩ হাজার ৩৩৭ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network