১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

সিঙ্গাপু‌রে ২৪৪ বাংলা‌দে‌শি ক‌রোনায় আক্রান্ত

আপডেট: এপ্রিল ৯, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ  প্রতিবেদক : সিঙ্গাপুরে ২৪৪ জন বাংলাদেশি প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষনান। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে ফোনে আলাপকালে ভিভিয়ান বালাকৃষনান এ কথা জানান।

তিনি জানান, সিঙ্গাপুরে মোট ১৪৮১ জন করোনায় আক্রান্ত। তাদের মধ্যে ২৪৪ জন বাংলাদেশি।আরো বেশকিছু সংখ্যক বাংলাদেশিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাদের চিকিৎসাসহ সার্বিক তত্ত্বাবধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সিঙ্গাপুর।

এ সময় জানানো হয়, সিঙ্গাপুরে ‘সার্কিটব্রেকার কর্মসূচি’র আওতায় সিঙ্গাপুরে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। তবে বাংলাদেশি শ্রমিকদের সম্পূর্ণ বেতনসহ আনুষঙ্গিক সুবিধা বহাল রাখা হয়েছে। তাছাড়া সব শ্রমিককে বিনা মূল্যে খাবার ও চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে ।

আরো জানানো হয়, সিঙ্গাপুরে প্রথম আক্রান্ত পাঁচজনের মধ্যে চারজনই এখন সুস্থ। গুরুতর অসুস্থ একজনের অবস্থারও উন্নতি হয়েছে।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৮৯ হাজার ৪১৬ জন করোনায় প্রাণ হারিয়েছেন। এছাড়া আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ২৯ হাজার ৩৬১ জন। চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩৭ হাজার ১৬১ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network