২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

নিজের মৃত্যুর পরও ৫ জনকে বাঁচার সুযোগ দিল শিশু সেলিন

আপডেট: আগস্ট ২১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ নিজের মৃত্যুর পরও দশ বছরের শিশু সেলিন সেবেসি পাঁচজনকে বাঁচার সুযোগ করে দিয়েছে। তুরস্কের বালাকেসির এরডক জেলার ছোট্ট শিশু সেলিন গেল রবিবার একটি বিনোদন কেন্দ্রে ঘুরতে যায়। সেখানেই দুই ব্যক্তির গোলাগুলির মধ্যে পড়ে একটি গুলি সেলিনে গায়ে লাগে। আর ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু সেলিন।

তবে, সেলিনের মৃত্যুর পর তার বাবা-মার নেয়া সিদ্ধান্ত সবাইকে অবাক করে দেয়। নিজের সন্তানের স্মৃতি বাঁচিয়ে রাখতে সেলিনের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এর ফলে, পাঁচটি শিশু নতুন জীবন পেতে যাচ্ছে।

সেলিনের বাবা-মা বিভিন্ন সংবাদ মাধ্যমের কাছে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমরা আমাদের কন্যার দেহের বিভিন্ন অঙ্গ দান করার সিদ্ধান্ত নিয়েছি। যাতে, আরও কয়েকজন নতুন জীবন লাভ করতে পারে। আর এর মাধ্যমে আমাদের কন্যাও পৃথিবীতে থাকবে।‘

বাবা-মার এমন সিদ্ধান্তের পর সেলিনের হার্ট, লাঙ্গস, কিডনি,লিভার এবং কর্নিয়া সার্জারি করে তুরস্কের বান্দর্মা স্টেট হাসপাতালে সংরক্ষণ করে রাখা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network