৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

যোগ্যতা প্রমাণ করেই দলে থাকতে চান রিয়াদ

আপডেট: আগস্ট ১৮, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

তরুনদের সাথে পাল্লা দিয়েই জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখতে চান অলরাউন্ডার মাহমুদউল্ল্যাহ রিয়াদ। ইনজুরি থেকে সেরে উঠেছেন। পুরনো ছন্দে শুরু করেছে বোলিং। আসন্ন টেস্ট সিরিজের জন্য নিচ্ছেন ভালো প্রস্তুতি। আর নতুন কোচ রাসেল ডমিঙ্গোর অভিজ্ঞতায় ঘুরে দাঁড়াবে টিম টাইগার্স মনে করেন রিয়াদ আর তাসকিন।

চোট নিয়ে শ্রীলঙ্কায় সব কটা ম্যাচই খেলেছেন মাহমুদউল্ল্যাহ রিয়াদ। পারফরম্যান্সেই পড়েছে চোটের প্রভাব। তবে ইনজুরি নিয়ে সু-সংবাদ দিয়েছেন রিয়াদ। বোলিংয়ে ফিরে পেয়েছেন পুরনো ছন্দ।

বিশ্বকাপ আর লংকা ট্যুরের বাজে পারফরম্যান্সের পর জাতীয় দলে রিয়াদের জায়গা নিয়ে এরই মোধ্যে উঠে গেছে প্রশ্ন। বেশ কজন নতুন ক্রিকেটারও ডাক পেয়েছেন প্রাথমিক দলে। ভয় নয় সুস্থ্য প্রতিযোগিতায় বিশ্বাস করেন মিস্টার কুল।

২১ আগস্ট ঢাকায় আসছেন টাইগারদের নতুন হেড কোচ রাসেল ডমিঙ্গো। সাবেক প্রোটিয়া কোচের অভিজ্ঞতায় সমৃদ্ধ হবে টাইগার স্কোয়াড। তরুনদের সাথে দলের সিনিয়র ক্রিকেটাররাও পাবে নতুন পথের দিশা মনে করেন রিয়াদ।

প্রায় ছয় মাস আগে নিউজিল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছিলো টিম টাইগার্স। লম্বা বিরতি দিয়ে আবারও লাল বলে মাঠে নামবে টাইগাররা। আফগানদের সামলাতে কত খানি প্রস্তুত টিম টাইগার্স?

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে নিজের এক্সাইমেন্টের কথা জানিয়েছেন মাহমুদউল্ল্যাহ। টাইগার অলরাউন্ডার মনে করেন টেস্ট ক্রিকেটই একজন ক্রিকেটারের কাছে আসল চ্যালেঞ্জ।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network