২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত

আপডেট: আগস্ট ১৫, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজধারন, দোআ মাহফিল, আলোচনা সভা ও গনভোজ।
তালেমন হযরত আলী মঃপ্রঃইনঃ ও তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজের আয়োজনে ও স্থানীয় একাত্তর ক্লাবের ব্যবস্থাপনায় কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন তুহিনের সঞ্চালনায় বক্তব্য রাখছেন কালিহাতী উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি, বাংড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্মসম্পাদক ও দশকিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক ভূঞা, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান আলীগ নেতা হযরত আলী তালুকদার,উপজেলা কৃষকলীগের আহবায়ক ইকবাল হোসেন রিন্টু, তালেমন-হযরত আলী মৎস্য প্রযুক্তি ইনষ্টিটিউটের সদস্য আব্দুল হালিম সরকার, তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজের সদস্য খন্দকার ইদ্রিস আলী, মাছুদা আক্তার লিপি, মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন বাঙ্গাল, বিশিষ্ট ঠিকাদার রফিকুল ইসলাম, আলীগ নেতা শফিকুল ইসলাম, বিশিষ্ট সংগঠক শামীম আল মামুন, একাত্তর ক্লাবের সভাপতি মোজাম্মেল হোসেন অনিক, শিক্ষক হাবিবুর রহমান, সাইফুল ইসলাম সাইফুল্লাহ প্রমুখ। আলোচনা শেষে গনভোজ অনুষ্ঠিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network