২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 
শিরোনাম
টাঙ্গাইলে সাপ্তাহিক সমাজচিত্র’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৪’ পেয়েছেন ১০ বিশিষ্ট ব্যক্তি টাঙ্গাইলের কালিহাতীতে স্বাধীনতা দিবস উদযাপন কালিহাতীর সাংবাদিক হারুন গুরুতর অসুস্থ টাঙ্গাইলে গভীর রাতে পুলিশের হানা।। ১০ জুযাড়ী গ্রেফতার পানি বিপর্যয়ের আশংকা ।। ২০৩০ সালে হারিয়ে যাবে শতভাগ নিম্নাঞ্চল নেক্সটনিউজে সংবাদ প্রকাশ, মন্দির মেরামতের আশ্বাস।।  কালিহাতীর ইউএনওকে সাধুবাদ ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন।। বাবুল আহম্মেদের মনোনয়ন দাখিল কালিহাতীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় কালিমন্দির চুরমার।।ক্ষুব্ধ হিন্দুসম্প্রদায়

সোনাগাজীতে স্কুলছাত্রীকে চেতনানাশক স্প্রে নিক্ষেপ!

আপডেট: জুলাই ২৩, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

সোনাগাজীতে স্কুলছাত্রীকে চেতনানাশক স্প্রে নিক্ষেপ!

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে নবম শ্রেণির (১৫) এক ছাত্রীকে চেতনানাশক স্প্রে নিক্ষেপের অভিযোগে মোহাম্মদ উল্যাহ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।

ওই ছাত্রীকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকাল ৭টায় প্রাইভেট পড়তে জাবেদ চৌধুরী সড়কে গেলে দুইজন মোটরসাইকেল আরোহী ওই স্কুলছাত্রীকে লক্ষ্য করে স্প্রে নিক্ষেপ করে। ওই ছাত্রী প্রাইভেট শিক্ষকের বাসায় গিয়ে অচেতন হয়ে গেলে তাকে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছাত্রীর দেয়া তথ্যমতে গোল্ড লিফ সিগারেটের বিক্রয় সুপার ভাইজার ও চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা মোহাম্মদ উল্যাহকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এ ব্যাপারে ছাত্রীর চাচা বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন জানান, ফেনী সদর হাসপাতালের চিকিৎসক ২৪ ঘণ্টা পর ছাত্রীর শারীরিক পরীক্ষার রিপোর্ট দেয়ার কথা রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামছুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network