১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

 

বাজারে আসছে প্লাস্টিকের গাড়ি!

আপডেট: জুলাই ১২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নিউজ ডেস্ক:

লোহা নয়, এবার আপনাকে বহন করা গাড়িটি হবে প্লাস্টিকের! বিশ্বে এই প্রথম প্লাস্টিকের গাড়ি আনতে চলেছে টোকিও ইউনিভার্সিটি।

তবে প্লাস্টিক বলে আরোহীদের ঘাবড়ানোর কিছু নেই বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। বিভিন্ন ধরনের প্লাস্টিক ব্যবহার করায় যথেষ্ট শক্তপোক্ত হবে এই গাড়ি। ছোটখাটো আঘাত সহ্য করার ক্ষমতা রয়েছে গাড়িটির।

প্লাস্টিকের কাঠিণ্য অনেক কম হওয়ায় এত দিন মনে করা হত যে, প্লাস্টিকের গাড়ি তৈরি সম্ভব নয়। কিন্তু শেষমেশ জাপানের বিজ্ঞানীদের গবেষণার ফল মিলল।

বিজ্ঞানীদের দাবি, সমমানের অন্য গাড়ির থেকে এই গাড়ির গতিবেগ হবে অনেকটাই বেশি, এতে জ্বালানিও লাগবে খানিকটা কম।

 

প্লাস্টিকের বডি হওয়ায় অন্যান্য গাড়ির চেয়ে এই গাড়ির ওজন ৪০ শতাংশ কম। উচ্চতা তুলনামূলক ভাবে কম। দেখতে ভীষণ স্টাইলিশ প্লাস্টিকের এই গাড়ি। প্রায় পুরোটা প্লাস্টিকেরএই গাড়ি থ্রি সিটার।

অভিনব গাড়ি তৈরিতে বরাবরই জাপানের অবদান রয়েছে। ২০২০ টোকিও অলিম্পিক্সে চালকহীন গাড়ি লঞ্চ করার পরিকল্পনা রয়েছে জাপানের।

২০২২ সাল থেকে ওই গাড়ি বাজারে আসবে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network