২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

মুম্বাইয়ে বন্যায় ২১ জনের মৃত্যু

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

ভারীবর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের মুম্বাই ও আশপাশের অঞ্চলে এ পর্যন্ত মারা গেছেন ২১ জন। সোমবার রাতেই মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় দেয়াল ধসে মৃত্যু হয় ১৮ জনের। আহত হয়েছে কয়েকজন। আজ বৃষ্টির পরিমাণ আরও বাড়ার পূর্বাভাস দিয়ে মুম্বাইয়ের বেশ কয়েকটি জায়গায় জারি করা হয়েছে রেড এলার্ট।

এছাড়া আজ মুম্বাইয়ে সরকারি ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। প্রয়োজন ছাড়া জনগণকে বাড়ির বাইরে না যেতে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। মুম্বাইয়ের মালাড এলাকার কুরার গ্রামে দেয়াল ধসে ১৩ জনের মৃত্যু হয়। আহত হন ১১ জন। এছাড়া সোমবার রাতে মুম্বাইয়ের অন্যান্য জায়গায় মারা যায় আরও পাঁচজন।  এরআগে রবিবার পুনেতে দেয়াল ধসে মারা যায় তিনজন।

সোমবার মুম্বাইয়ে ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা গত এক দশকে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে। দুইদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে মুম্বাইয়ের বিভিন্ন অঞ্চল  সাময়িক বন্ধ রয়েছে ট্রেন চলাচল, বাতিল হয়েছে বিমানের অর্ধশতাধিক ফ্লাইট।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network