২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার -সিআইডি

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

ইস্টার সানডের বোমা হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় পুলিশ প্রধান ও সাবেক প্রতিরক্ষা সচিবকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার অপরাধী তদন্ত বিভাগ-সিআইডি।

মঙ্গলবার এক বিবৃতিতে পুলিশের এক মুখপাত্র আরো জানিয়েছেন, সরকারি এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ প্রধান পুজিথ জয়াসুন্দরা ও সাবেক প্রতিরক্ষা সচিব হেমাসিরি ফারনানডো’কে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের গ্রেপ্তারে ভারপ্রাপ্ত পুলিশ প্রধানকে নির্দেশ দেন দেশটির অ্যাটোর্নি জেনারেল। পাশাপাশি তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে মামলা দায়ের করার আহ্বানও জানান তিনি।

এরআগে, সংসদীয় কমিটির তদন্তে জিজ্ঞাসাবাদের সময় বোমা হামলা ঠেকানোর ব্যাপারে সব অভিযোগ অস্বীকার করেন শ্রীলঙ্কার শীর্ষ এই দুই কর্মকর্তা। ৪ঠা এপ্রিল ভারতীয় গোয়েন্দাদের সতর্কবার্তা পাওয়ার পরও হামলার পূর্ব প্রস্তুতি গ্রহণ না করায় দুই কর্মকর্তাকে দায়ী করেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা।

২১শে এপ্রিল শ্রীলঙ্কার গীর্জা ও হোটেলে সিরিজ বোমা হামলায় আড়াইশোর বেশি মানুষ প্রাণ হারায়। পরে হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট-আইএস।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network