২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

উইকেট সংখ্যায় চার নম্বরে মুস্তাফিজ

আপডেট: জুলাই ২, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ ডেস্কঃ  

বিশ্বকাপে প্রথম পাঁচ উইকেটের মুখ দেখলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার ভারতের বিপক্ষে ম্যাচে ১০ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন মুস্তাফিজ। এর ফলে. চলতি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকায় পাঁচে উঠে এলেন তিনি।

৭ ম্যাচে মুস্তাফিজের দখলে আছে ১৫ উইকেট। ৬.৫৭ ইকোনোমি রেটে ও ২৭.২৬ গড়ে বল করে এ অর্জন করলেন তিনি। পরিসংখ্যান বলছে মুস্তাফিজ রয়েছেন পাঁচে, তবে উইকেট শিকারের সংখ্যায় তিনি আছেন চারে। পাকিস্তানের মোহাম্মদ আমির ও ইংল্যান্ডের জোফ্রা আর্চার দু’জনেই ১৬টি করে উইকেট নিয়েছেন। এ দু’জন রয়েছেন শীর্ষ বোলারদের তালিকায় যথাক্রমে তিন ও চার নম্বরে। ১৭ উইকেট নিয়ে তাদের উপরে আছেন কিউই পেসার লকি ফার্গুসন।

সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। এ পর্যন্ত ৮ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network