২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

 

আসিফ আলী জারদারি গ্রেপ্তার

আপডেট: জুলাই ১, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

এবার দুর্নীতির মামলায় গ্রেপ্তার হলেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও পাকিস্তান পিপলস পার্টি- পিপিপি’র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর আগে, অর্থপাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

পার্ক লেন নামে করাচিভিত্তিক একটি রিয়েল এস্টেট কোম্পানিকে অবৈধভাবে জমি কেনায় সহায়তা করার অভিযোগে সোমবার তাকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। এই মামলায় তার ছেলে বিলাওয়াল ভুট্টোও অভিযুক্ত।

এর আগে, অর্থপাচার মামলায় জারদারিকে গ্রেপ্তারের পর মঙ্গলবার পর্যন্ত তার রিমান্ড মঞ্জুর করা হয়। পাকিস্তানের গণমাধ্যম ডন জানায়, রিমান্ডের সময় না বাড়ানোর আবেদন মঞ্জুর না হওয়ায় পার্ক লেন মামলায় জারদারিকে গ্রেপ্তার করে অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো।

এদিকে, গত ২৬শে জুন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে তিন মামলায় জামিন আবেদন প্রত্যাহার করে নিয়েছেন জারদারি।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network