৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

 

‘স্টিভ রোডসের চাকরি হারানোর খবর সত্য না’

আপডেট: জুন ৩০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

চাকরি হারাচ্ছেন স্টিভ রোডস, মিডিয়ার এমন খবর সত্য নয় বলে দাবি করেছেন আকরাম খান। কোচিংস্টাফ যাদের চুক্তির মেয়াদ শেষ তাদের ব্যাপারে বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এছাড়া পাঁচ দিনের ছুটি টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত নয় বরং সব ক্রিকেটারদের সাথে আলাপ করেই দেয়া হয়েছে বলেও জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

গেল বছরের জুনে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন স্টিভ রোডস। চুক্তির মেয়াদ ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু, এই ওয়ানডে বিশ্বকাপ থেকেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন না রোডস। চলতি বিশ্বকাপ শেষেই ইতি টানতে হবে তাকে। ভালোমানুষ এবং ক্রিকেটার আগলে রাখার বিষয়ে দলে সুনাম রয়েছে স্টিভ রোডসের। কিন্তু, এই অতিরিক্ত ভালোমানুষই নাকি কাল হয়েছে এই ইংলিশ নাগরিকের। অভিযোগ উঠেছে শিষ্যরা মানছে না তাকে।

যদিও, এই সব খবরের বাস্তবে কোনো সত্যতা নেই বলছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের। বিশ্বকাপেই যখন মূল ফোকাস তখন এমন সিদ্ধান্ত বা এ বিষয়ে আলাপের ফুরসত বা যৌক্তিকতা কোনটাই নেই বলেও মনে করেন আকরাম খান। এর সবই নাকি মিডিয়ার সৃষ্টি।

বিশ্বকাপে সেমির ভাগ্য নানান যদি, কিন্তুতে ঝুলে আছে বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ সামনে রেখে লম্বা ছুটিতে টাইগাররা। নেই ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থাও। তবে, এই ছুটি নাকি টানা খেলে ক্লান্ত দলের সব ক্রিকেটারের চাওয়ার প্রেক্ষিতেই দেয়া হয়েছে বলে জানান আকরাম খান।

তবে, মাঠের বাইরে যত গুঞ্জনই থাক টাইগারদের মাঠের পারফরমেন্স এক ঝটকায় চাপা দিয়ে দিতে পারে এসব আলোচনা-সমালোচনাকে।

চাকরি হারাচ্ছেন স্টিভ রোডস, মিডিয়ার এমন খবর সত্য নয় বলে দাবি করেছেন আকরাম খান। কোচিংস্টাফ যাদের চুক্তির মেয়াদ শেষ তাদের ব্যাপারে বিশ্বকাপের পর সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি। এছাড়া পাঁচ দিনের ছুটি টিম ম্যানেজম্যান্টের সিদ্ধান্ত নয় বরং সব ক্রিকেটারদের সাথে আলাপ করেই দেয়া হয়েছে বলেও জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান।

গেল বছরের জুনে বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন স্টিভ রোডস। চুক্তির মেয়াদ ২০২০ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু, এই ওয়ানডে বিশ্বকাপ থেকেই গণমাধ্যমে খবর প্রকাশিত হয় টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকছেন না রোডস। চলতি বিশ্বকাপ শেষেই ইতি টানতে হবে তাকে। ভালোমানুষ এবং ক্রিকেটার আগলে রাখার বিষয়ে দলে সুনাম রয়েছে স্টিভ রোডসের। কিন্তু, এই অতিরিক্ত ভালোমানুষই নাকি কাল হয়েছে এই ইংলিশ নাগরিকের। অভিযোগ উঠেছে শিষ্যরা মানছে না তাকে।

যদিও, এই সব খবরের বাস্তবে কোনো সত্যতা নেই বলছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যানের। বিশ্বকাপেই যখন মূল ফোকাস তখন এমন সিদ্ধান্ত বা এ বিষয়ে আলাপের ফুরসত বা যৌক্তিকতা কোনটাই নেই বলেও মনে করেন আকরাম খান। এর সবই নাকি মিডিয়ার সৃষ্টি।

বিশ্বকাপে সেমির ভাগ্য নানান যদি, কিন্তুতে ঝুলে আছে বাংলাদেশের। এমন কঠিন সমীকরণ সামনে রেখে লম্বা ছুটিতে টাইগাররা। নেই ঐচ্ছিক অনুশীলনের ব্যবস্থাও। তবে, এই ছুটি নাকি টানা খেলে ক্লান্ত দলের সব ক্রিকেটারের চাওয়ার প্রেক্ষিতেই দেয়া হয়েছে বলে জানান আকরাম খান।

তবে, মাঠের বাইরে যত গুঞ্জনই থাক টাইগারদের মাঠের পারফরমেন্স এক ঝটকায় চাপা দিয়ে দিতে পারে এসব আলোচনা-সমালোচনাকে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network