৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

 

ভরতকে ৩৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড

আপডেট: জুন ৩০, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন
নেক্সট নিউজ ডেস্কঃ  

বিশ্বকাপে বিগ ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। মাস্ট উইন ম্যাচে ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট কোরে ৭ উইকেটে ৩৩৭ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস।

দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে ১৬০ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু, ২৩তম ওভারে বোলিংয়ে এসে ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন কুলদীপ যাদব। আউট হওয়ার আগে ৫৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন। বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। ৯০ বলে ৮ চার এবং ৬ ছয়ে ১০০ রান পূর্ণ করেন এ ইংলিশ ওপেনার। মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে বেয়ারস্টো খেলেন ১১১ রানের ইনিংস।  ক্যাপ্টেন মরগানও ফিরেছেন শামির বলে।

এজবাস্টনে বারুদে ঠাসা ভারত-ইংল্যান্ড ম্যাচে জয়-পরাজয়ে নির্ধারণ হবে অনেক কিছু। আজকের ম্যাচে ভারত জিতলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। তাতে অবশ্য বড় ধাক্কা খাবে ইংল্যান্ড। টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়বে মরগানের দল। তাই অনেকটা জীবন-মরণ ম্যাচে নেমেছে ইংল্যান্ড।

আজ থ্রি লায়ন স্কোয়াডে দুই পরিবর্তন। ফিরেছেন ওপেনার জেসন রয় আর পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। অন্যদিকে, ভারতের একাদশেও পরিবর্তন। বিজয় শংকরের জায়গায় খেলছেন রিশাব পান্ত।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট ৮। সেমিফাইনালে উঠতে, বাকি দুই ম্যাচই জিততে হবে ওদের। অন্যদিকে, ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। আর এক পয়েন্ট পেলেই শেষ চারে উঠবে বিরাট কোহলির দল। বিশ্বকাপে এ পর্যন্ত সাত দেখায় ইংল্যান্ড-ইন্ডিয়ার সমান তিনটা করে জয়।

ওয়ানডেতে দুই দলের এটি শততম ম্যাচ।

ডু অর ডাই ম্যাচে ইংল্যান্ড একাদশে রয়েছে: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং জাসপ্রিত বুমরাহ।

 

বিশ্বকাপে বিগ ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ড ও ভারত। মাস্ট উইন ম্যাচে ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। টস জিতে ব্যাট কোরে ৭ উইকেটে ৩৩৭ রানে শেষ হয় ইংলিশদের ইনিংস।

দুই ওপেনার জেসন রয় এবং জনি বেয়ারস্টোর ব্যাটে ভর করে ১৬০ রানের দুর্দান্ত এক পার্টনারশিপ গড়েন। দুই ওপেনারের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু, ২৩তম ওভারে বোলিংয়ে এসে ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন কুলদীপ যাদব। আউট হওয়ার আগে ৫৭ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন। বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন জনি বেয়ারস্টো। ৯০ বলে ৮ চার এবং ৬ ছয়ে ১০০ রান পূর্ণ করেন এ ইংলিশ ওপেনার। মোহাম্মদ শামির বলে আউট হওয়ার আগে বেয়ারস্টো খেলেন ১১১ রানের ইনিংস।  ক্যাপ্টেন মরগানও ফিরেছেন শামির বলে।

এজবাস্টনে বারুদে ঠাসা ভারত-ইংল্যান্ড ম্যাচে জয়-পরাজয়ে নির্ধারণ হবে অনেক কিছু। আজকের ম্যাচে ভারত জিতলে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাবে ভারত। তাতে অবশ্য বড় ধাক্কা খাবে ইংল্যান্ড। টুর্নামেন্ট থেকে একেবারে ছিটকে না পড়লেও শেষ চারে যাওয়ার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়বে মরগানের দল। তাই অনেকটা জীবন-মরণ ম্যাচে নেমেছে ইংল্যান্ড।

আজ থ্রি লায়ন স্কোয়াডে দুই পরিবর্তন। ফিরেছেন ওপেনার জেসন রয় আর পেসার লিয়াম প্ল্যাঙ্কেট। অন্যদিকে, ভারতের একাদশেও পরিবর্তন। বিজয় শংকরের জায়গায় খেলছেন রিশাব পান্ত।

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলা ইংল্যান্ডের পয়েন্ট ৮। সেমিফাইনালে উঠতে, বাকি দুই ম্যাচই জিততে হবে ওদের। অন্যদিকে, ভারত এখন পর্যন্ত টুর্নামেন্টের একমাত্র অপরাজিত দল। আর এক পয়েন্ট পেলেই শেষ চারে উঠবে বিরাট কোহলির দল। বিশ্বকাপে এ পর্যন্ত সাত দেখায় ইংল্যান্ড-ইন্ডিয়ার সমান তিনটা করে জয়।

ওয়ানডেতে দুই দলের এটি শততম ম্যাচ।

ডু অর ডাই ম্যাচে ইংল্যান্ড একাদশে রয়েছে: জেসন রয়, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার (উইকেটরক্ষক), লিয়াম প্লাঙ্কেট, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার এবং মার্ক উড।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), রিশাব পান্ত, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, যুজবেন্দ্র চাহাল এবং জাসপ্রিত বুমরাহ।

 

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network