আপডেট: মে ১, ২০২২
নেক্সটনিউজ প্রতিবেদক : সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই এ্যাসোসিয়েশন প্রস্ততি সভার আয়োজন করেছে । এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব আব্দুল আলীম এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রস্তুতি সভার কথা জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৪ মে, ২০২২, বিকাল তিনটায় মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিধ্যালয়ের ৫০ বছর পুর্তি উয্যাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আহবান করা হয়েছে।
উক্ত প্রস্তুতি সভায় প্রতিষ্ঠানের সকল প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দকে উপস্থিত থাকার জন্য একান্তভাবে অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় টাঙ্গাইল জেলার মধুপুরে অবস্থিত দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান।