আপডেট: আগস্ট ৮, ২০২০
ফিরোজ সুলতান, ঠাকুরগাঁও থেকে : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় টেলিভিশনে প্রধানমন্ত্রীর ভাষন উপভোগ এবং দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায় শনিবার (৮ আগষ্ট) দুপুরে ঠাকুরগাঁও সার্কিট হাউজের হলরুমে এ বিষয়ে আলোচনা ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তাহের মোহাম্মদ আবদুল্লাহ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, শিশু বিষয়ক কর্মকর্তা জোবেদ আলী, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোকসানা বানু হাবীব, জাতীয় মহিলা সংস্থার জেলা সভাপতি তহমিনা আক্তার মোল্লা, জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক দ্রৌপতি দেবী আগরওয়ালা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওসমান ।
আলোচনা সভা শেষে সদর উপজেলার ৬ জন দুস্থ ও অসহায় মহিলাদের সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়াও জেলার ৪টি উপজেলা গুলিতেও ৬ টি করে সেলাই মেশিন দেওয়া হয়।
নেক্সটনিউজ/জেআলম