৩রা আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার

 
শিরোনাম
টাঙ্গাইলে এসএসসি ও দাখিল পরীক্ষায় এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা দিলো শিবির টাঙ্গাইলের ভূঞাপুর ভূমি অফিসের কর্মচারী শাজাহানের বিরুদ্ধে অভিযোগ গোপালগঞ্জে সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে জামায়াতের বিক্ষোভ  ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের মিছিল শান্তি প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতির বিকল্প নেই : আতিকুর রহমান ঢাকার সমাবেশ সফল করার লক্ষ্যে টাঙ্গাইলে জামায়াতের রূকন সম্মেলন নাগরপুরে প্রশংসনীয় উদ্যোগ: রাস্তা নির্মাণে এলাকাবাসীর পাশে ছাত্রশিবির টাংগাইলে জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত আওয়ামীলীগের চরিত্র দেশ থেকে পালিয়ে যাওয়া:মঈন খান

করোনায় বিশ্বে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়ালো

আপডেট: এপ্রিল ১৮, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো মরণব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে।

জন্স হপকিন্স ইউনিভার্সিটি এন্ড মেডিসিনের তথ্য অনুযায়ী, শনিবার সকাল নাগাদ কোভিড-১৯ মৃত্যুর সংখ্যা এক লাখ ৫৩ হাজার ৮৭১ জন। খবর বিবিসি বাংলার

তাদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে, ৩১ হাজার ৪৫৬ জন। এরপরে ইতালিতে মারা গেছেন ২২ হাজার ৭৪৫ জন এবং স্পেনে ২০ হাজার দুইজন।

মৃত্যুর হার পর্যালোচনা করে দেখা যাচ্ছে, আক্রান্তদের মধ্যে ৬ দশমিক ৮ শতাংশের মৃত্যু হচ্ছে। বর্তমানে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে ছয় হাজারের বেশি মানুষ।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে কোভিড-১৯ সংক্রমিত হয়েছেন ২২ লাখ ৪০ হাজার ৭৬৮ জন। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে, সাত লাখ এক হাজার ১৩১ জন। এই বৈশ্বিক মহামারিতে আক্রান্ত হয়েছে ১৮৫টি দেশ ও অঞ্চল।

করোনাভাইরাসে মুত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ার মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেড় লাখের ঘর পেরোলো।

আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার ৩৮৮ জন। সবচেয়ে বেশি সুস্থ হয়েছে জার্মানিতে, এরপরেই রয়েছে চীন ও স্পেন।

করোনাভাইরাসের এখনো কোন নির্দিষ্ট ওষুধ বা টিকা নেই। রোগটির প্রকোপে উন্নত বা উন্নয়শীল, সব ধরণের দেশই বিপর্যস্ত হয়ে পড়েছে।

এই রোগে বাংলাদেশে আক্রান্ত হয়েছে ১৮৩৮ জন। মারা গেছেন মোট ৭৫ জন।

বৃহস্পতিবার পুরো বাংলাদেশ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে বাংলাদেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ।

গত ১১ই মার্চ করোনাভাইরাসের কারণে বিশ্ব জুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের অনেক দেশে বা এলাকায় লকডাউন চলছে। বাংলাদেশেও ২৬শে মার্চ থেকে চলছে অঘোষিত লকডাউন।

গত বছর ডিসেম্বরের শেষদিকে চীনের উহান শহরে নতুন ধরণের করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। আস্তে আস্তে সেটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network