২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

কলেজের তিনটি ভবনে ধ্বস পানি জমে

আপডেট: আগস্ট ৬, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ মুন্সিগঞ্জে স্টেডিয়াম সংস্কার কাজের পানি জমে ঐতিহ্যবাহী সরকারি হরগংগা কলেজের তিনটি ভবন ধসে গেছে। এঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার বিকেল চারটার দিকে প্রতিষ্ঠানটির একাদশ শ্রেণির একতলা ভবন, মূলভবনের একাংশ ও রোভার স্কাউটের একতলা ভবনসহ মোট তিনটি ভবন ধসে পড়ে।

কলেজের উপাধ্যক্ষ নাসিমা আহমেদ জানান, কয়েকদিন ধরে পার্শ্ববর্তী জেলা স্টেডিয়াম সংস্কার কাজে ড্রেজিং করে বালু ভরাট চলছিলো। এসময়, ড্রেজিংয়ের পানির ভারে ভবন তিনটির পাশের রাস্তা ভেঙ্গে গর্ত সৃষ্টি হয়। গর্তে অতিরিক্ত পানি প্রবেশের কারণে ভবনের নিচের মাটি সরে ভবন তিনটি ধসে পড়ে। ভবন ধসের পর কলেজের ছাত্র-ছাত্রীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়।

এদিকে, ভবন ধসের কারণে কলেজের শিক্ষার্থীদের ক্লাস নেয়া নিয়ে সংকট দেখা দিয়েছে। ভবন ধসের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ধসে পড়া এলাকা নিয়ন্ত্রনে নিয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network