১৪ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

 

দক্ষিন কোরিয়া-বাংলাদেশ প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেট: জুলাই ১৪, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নিউজ ডেস্ক:

তিন দিনের ঢাকা সফরের দ্বিতীয় দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে আসেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়োন। পরে দুই নেতার আনুষ্ঠানিক বৈঠক হয়। এ সময় দুই দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নিয়ে বৈঠক করেন বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছে দক্ষিণ কোরিয়া। রোহিঙ্গার ইস্যুতে তাদের পক্ষে যতখানি সম্বব সাহায্য করবে বলে জানিয়েছেন।

এরপর দুই দেশ দুটি সমঝোতা স্মারকসহ তিনটি দলিল সই করে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ডিপ্লোম্যাটিক একাডেমি ও বাংলাদেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে একটি সমঝোতা স্মারক। সংস্কৃতি বিনিময়ে দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের মধ্যে নথি সই। এবং বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডা ও কোরিয়ার ট্রেড ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মধ্যে সমঝোতা স্মারক।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network