৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

 

রোহিঙ্গা ইস্যু সমাধানের আভাস মিলেছে: ব্রিটিশ হাই কমিশনার

আপডেট: জুলাই ৯, ২০১৯

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সট নিউজ প্রতিবেদকঃ

রোহিঙ্গাদের সম্মানজনকভাবে ও নিরাপদে ফিরে যাওয়া নিশ্চিত না হলে প্রত্যাবাসন সম্ভব নয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের পর বেইজিংয়ের প্রতিক্রিয়ায় সমস্যার সমাধান হওয়া আভাস মিলেছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন।

আজ সোমবার কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস এসোসিয়েশন অব বাংলাদেশ, ডিকাব আয়োজিত অনুষ্ঠান ডিকাব টক-এ এসব কথা বলেন তিনি।

রবার্ট ডিকসন বলেন, মিয়ানমার যা করেছে তার পূর্ণ তদন্ত হওয়া প্রয়োজন। এছাড়া নিরাপত্তা পরিষদকেও এগিয়ে আসতে হবে। সেখানে নতুন প্রস্তাবের মাধ্যমে বিষয়টি বারবার আলোচনায় আনার কথাও বলেন তিনি।

বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানকে ফিরিয়ে দেয়া প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে রবার্ট ডিকসন বলেন, এ ক্ষেত্রে রাষ্ট্র হিসেবে ব্রিটেনের কিছুই করার নেই।  বিষয়টি আদালতের এখতিয়ারে।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network