১৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

 

টাঙ্গাইলের কালিহাতীতে কলেজ শিক্ষকদের সাথে বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময়

আপডেট: ডিসেম্বর ১৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

নেক্সটনিউজ প্রতিবেদক, টাঙ্গাইল:টাঙ্গাইল-০৪(কালিহাতী) নির্বাচনী এলাকার  বিএনপির এমপি প্রার্থী , কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য লুৎফুর রহমান মতিন কলেজ শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন।১৬ ডিসেম্বর উপজেলার হাজী আবু হাশেম বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সোহাগ।
অধ্যাপক তাজুল ইসলাম সুজনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুৎফর রহমান মতিন মহিলা কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,তালেমন হযরত আলী মৎস্য প্রযুক্তি ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও জাতীয় ইংরেজি দৈনিক দি নেক্সটনিউজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক তোফাজ্জল হোসেন তুহিন, সহকারী অধ্যাপক আবু সাঈদ,প্রভাষক জহুরা খাতুন,শীরিন শীলা প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন কলেজের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
লুৎফর রহমান মতিন এমপি নির্বাচিত হলে শিক্ষক-কর্মচারীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ” আমি আপনাদের কাছে ভোট চাইতে আসিনি। আপনারা বিবেকের তাগিদে কাজ করবেন।আমি যদি যোগ্য হয়ে থাকি ,ভালো মানুষ হয়ে থাকি তাহলে আপনাদেরকে আমার পাশে চাই। তিনি বলেন ,আমি কৃষকের সন্তান।গুন্ডামী ,মাস্তানী পছন্দ করিনা। সারাজীবন শিক্ষা বিস্তারসহ মানুষের কল্যাণে কাজ করেছি ।বাকী জীবনটা কালিহাতীর মাটি ও মানুষের জন্য বিলিয়ে দিতে চাই।
কালিহাতীর শিক্ষার উন্নয়নের প্রশ্নে তিনি বলেন, এমপি নির্বাচিত হলে নিজের কলেজের আগে আপনাদের কলেজগুলোর উন্নয়ন করবো। উল্লেখ্য,এমপি প্রার্থী লুৎফর রহমান মতিন কালিহাতীতে নারী শিক্ষা প্রসারে নিজ নামে লুৎফর রহমান মতিন মহিলা ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
Website Design and Developed By Engineer BD Network