আপডেট: মার্চ ১০, ২০২৪
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ মার্চ শনিবার বিকেলে এলেঙ্গা রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে | কালিহাতী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিতের সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল -৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী।
বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ,কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা,জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু নাসের, কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহম্মদ আব্বাসী, শাহ আলম, দাশ পবিত্র, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ মালেক ভূঁইয়া, কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শাহ আলম মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, সল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলিম, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিলটন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে কালিহাতী প্রেসক্লাবের নিজস্ব জায়গা ও অফিস ভবন করে দেওয়ার কথা বলেন। আগামী ২৬ মার্চ চারতলা বিশিষ্ট প্রেসক্লাব ভবনের ভিত্তি প্রস্তরের তারিখও তিনি ঘোষনা করেন।
প্রধান অতিথি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুল লতিফ সিদ্দিকীর এমপি’র বক্তব্যে স্থানীয় সাংবাদিকরা সন্তোষ প্রকাশ করেন।