আপডেট: জুলাই ২৯, ২০২৩
নেক্সটনিউজ প্রতিবেদক,টাঙ্গাইল : টাঙ্গাইলের বিশিষ্ট সাংবাদিক আনোয়ার হোসেন বকুলের ছেলে সীমান্ত সিহাব এস.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে গোল্ডেন এ প্লাস পেয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে অনুষ্ঠিত এস.এস.সি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে সে এ সাফল্য অর্জন করেছে। টাঙ্গাইলের কালিহাতি উপজেলাস্থ তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল এন্ড বি এম কলেজ থেকে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ট্রেড থেকে অংশ নিয়েছিলো সীমান্ত সিহাব।
তাঁর এ সাফল্যের জন্য তার বাবা , স্কুলের শিক্ষক-কর্মচারী, স্কুলটির প্রতিষ্ঠাতা সাংবাদিক তোফাজ্জল হোসেন তুহিনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে। উল্লেখ্য, ২০২১ সালে তার মমতাময়ী মা মারা যাওয়ার পর ভেঙে পড়ে সীমান্ত সিহাব। তার বাবা সাংবাদিক আনোয়ার হোসেন বকুল ও একমাত্র বড় বোন সূচীর স্নেহ -ভালোবাসায় এ পর্যন্ত আসতে পেরেছে বলে সে সাংবাদিকদের জানিয়েছে। ভবিষ্যৎ সাফল্যের জন্য সে সকলের নিকট দোয়া চেয়েছে। সীমান্ত সিহাব একজন দক্ষ ও সৎ প্রকৌশলী হতে চায়।
সন্তানের সাফল্যের বিষয়ে সীমান্ত সিহাবের বাবা বিশিষ্ট সাংবাদিক ও সমাজ চিন্তক আনোয়ার হোসেন বকুল নেক্সটনিউজ বলেন, ” আমার ছেলের ফলাফলে আমি সন্তোষ্ট।তবে ওর মা বেঁচে থাকলে অনেক বেশী খুশি হতেন। মহান রাব্বুল আলামীন যেনো আমার ছেলেকে একজন খাঁটি মানুষ হিসেবে কবুল করে নেন । আমার ছেলের জন্য সবার কাছে সেই দোয়া চাই । “